এম এ জলিল অনন্ত ও বর্ষা জুটি একের পর এক বিভিন্ন উদ্যোগ নিয়েই মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন। সেই ধারাবাহিকতাতেই এবারে নিজের চলচ্চিত্রের ক্ষেত্রে অনন্য এক রেকর্ড গড়লেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় এসেই নিজের 'নিঃস্বার্থ ভালোবাসা' চলচ্চিত্র ইন্টারনেট ডাউনলোড রেটিং আইএমডিবিতে শীর্ষস্থানে এসেছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক নেটওয়ার্কেও ছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। আর ইন্টারনেট বিশ্বে এমন আন্তর্জাতিক স্বীকৃতির পর অনন্ত তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমার চলচ্চিত্রে আসা এবং এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করার সার্থকতা কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশি চলচ্চিত্র একদিন বিশ্ববাজারে তার সুনাম আর গৌরব নিয়েই লড়বে। সেদিন খুব বেশি দূরের নয়। আজকের তাই তরুণ সমাজ আবারও সিনেমা হলে ফিরেছে এটা শুধু আমার বা 'নিঃস্বার্থ ভালোবাসা'র সাফল্য নয়, পুরো ইন্ডাস্ট্রির সাফল্য। কারণ গেল ঈদে আমাদের ছবি মুক্তি ছিল বলে আমাদের পাশাপাশি অন্য চলচ্চিত্রগুলোও ভালো ব্যবসা করেছে। তাই সামগ্রিকভাবে ভালো চলচ্চিত্রের জয় হয়েছে।'
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন