ছোট পর্দার বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী প্রভা আবারো উচ্ছৃঙ্খল জীবন-যাপনে মেতে উঠেছেন।

সংবাদ অনুযায়ী, বেশ কিছুদিন চুপচাপ কাটালেও সম্প্রতি আবার শুরু হয়েছে তার উচ্ছৃঙ্খলতা। রাজধানীর বিভিন্ন হোটেলে নাইটপার্টি ও ডিজে পার্টিতে নিয়মিত দেখা যায় তাকে।

রাজধানীতে ডিজে পার্টি মানেই ইয়াবার সগৌরব উপস্থিতি। ইয়াবা ছাড়া কোনো ডিজে পার্টি জমেই না। আর এসব পার্টিতে নির্দ্বিধায় যাচ্ছেন প্রভা।

অনলাইন পোর্টালটি আরো উল্লেখ করেছে, তার এই উচ্ছৃঙ্খলতায় স্বামী শান্ত তাকে মাঝে মাঝে সঙ্গও দেন। কখনো আবার রাতভর প্রভা একাই বন্ধু-বান্ধবদের নিয়ে ফুর্তি করেন। প্রভার এমন বেপরোয়া জীবন-যাপনে শ্বশুরবাড়ির সদস্যরাও বেশ বিব্রত। তারা কয়েকবার প্রভাকে সতর্ক করেছেন। তবে কারও কথাই শুনছেন না প্রভা। কারণ এবার শান্তই তার সহযোগী। শান্তকে নিয়েই চষিয়ে বেরাচ্ছেন তিনি।

সংবাদে উল্লেখ করা হয়, শান্তকে ভাঙিয়ে আবারও ভুল পথে পা বাড়িয়েছেন প্রভা। শান্তও প্রিয়তমা স্ত্রীর কথামতো অন্ধকার জগতে পা বাড়াচ্ছেন।

বৃহস্পতিবার একটি অনলাইন পোর্টাল এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে।
সাম্প্রতিক সংবাদ সমূহ