রাজকুমার নামের সিনেমার ট্রেলারে সেই সোনাক্ষি পানি থেকে উঠছেন..এমন একটা দৃশ্যে বলিউড নায়িকা বিকিনি পরা অবস্থায় থাকবেন এমনটাই স্বাভাবিক।

কিন্তু সোনাক্ষি পানিতে গোসল করে বেরিয়ে এলেন শাড়িতে। এই বিষয়ে সোনাক্ষিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, নো বিকিনি...আমি কখনই বিকিনি পরব না। সঙ্গে হেসে বললেন, যতটা দেখালাম ততটাতেই খুশি থাকুন।

প্রভু দেবার এই সিনেমার সোনাক্ষির বিপরীতে অভিনয় করছেন শহিদ কাপুর। শহিদের সঙ্গে এই প্রথম জুটি বাঁধলেন সোনাক্ষি সিনহা।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন