যশোর থেকে অপহৃত স্কুলছাত্রীকে অপহরণের ১২ ঘণ্টা পর খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়। রোববার সকালে খুলনার শিরোমনি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণকারীর সহযোগী খুলনার
তেরখাদা এলাকার বারপোতা গ্রামের আক্কেল আলীর ছেলে মনিরুজ্জামানকে (৪০) পুলিশ আটক করেছে ।
সূত্রে জানা যায়, খুলনার তেরখাদা এলাকার বারপোতা গ্রামের আক্কেল আলীর ছেলে খোকা শনিবার সন্ধ্যায় ৭ম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে অপহরণ করে খুলনার শিরোমনি এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকার তোফায়েল হোসেন  আসামীর নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
রোববার সকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শিরোমনি এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। তবে অপহরণকারী খোকা পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় সহযোগী হিসেবে খোকার ভাই মনিরুজ্জামানকে আটক করে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন