অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। তাইতো একের পর এক চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এবারের চমক জেমস বন্ড।

জিরো জিরো সেভেন খ্যাত জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করবেন তিনি। তবে সেটা চলচ্চিত্রে নয়, মঞ্চে। আর যার কথা হচ্ছে তিনি আর কেউ নন, ঢালিউড সুপার হিরো অনন্ত জলিল।

আজ গ্রামীণফোন বসুন্ধরা কনভেশন সেন্টারে গ্রামীণফোন নাইট উৎসবের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে মঞ্চে জেমস বন্ড চরিত্রে লাইভ পারফর্ম করবেন চলচ্চিত্রকার ও গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনন্ত জলিল।

জিপি নাইটে আমন্ত্রিত দর্শকরা অনন্তের পারফর্ম দেখতে পাবেন।অনুষ্ঠানে অনন্ত জানাবেন গ্রামীণফোনের হয়ে অসম্ভবকে কিভাবে সম্ভব করেন তিনি।

গ্রামীণফোনের এই বিশেষ অফারে কুইজ বিজয়ী ৫০ দম্পতির সঙ্গে ডিনার করবেন অনন্ত। এছাড়া ৫ অক্টোবর গ্রামীণফোন সেন্টারে ডিনার ও লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেও থাকবেন অনন্ত।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন