সিনথেটিক একটি পুতুলের সঙ্গে দীর্ঘ ১৫ বছর ধরে সংসার করছেন মিশিগান অঙ্গরাজ্যের ডেভক্যাট নামক এক ব্যক্তি।

তার স্ত্রী পুতুলটি কল্পিত একজন মেয়ের আঙ্গিকে বানানো। মনের মতো সিনথেটিক স্ত্রী বানাতে ৬ হাজার ডলার ব্যয় করেছেন ৪০ বছর বয়সী ডেভক্যাট।

রাতে পুতুলের সঙ্গে তিনি একই খাটে ঘুমান। নিজেই সেগুলোর পোশাক পরিবর্তন করেন, মেকআপ করে দেন। পুতুলগুলোর শরীরের বিশেষ কিছু অঙ্গে সিলিকনের তৈরি কৃত্রিম ত্বক ব্যবহার করা হয়েছে। নকল জিহবাও রয়েছে।

সিনথেটিক পুতুলগুলো কেনার অন্যতম প্রধান কারণ হচ্ছে সেক্স। দ্বিতীয় কারণ হচ্ছে সঙ্গ পাওয়া। পুতুলগুলো তৈরিও করা হয়েছে ডেভক্যাটের শারীরিক ও মানসিক চাহিদার কথা মাথায় রেখে।

মানুষের কোন খারাপ দিক পুতুলের মধ্যে নেই। সেটাই পুতুলের সঙ্গে ১৫ বছর সংসারের মূল কারণ মনে করেন ডেভক্যাট। পুতুলের সঙ্গে চাইলেই রোমান্টিক হওয়ার সুযোগ রয়েছে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন