গুপ্তধনের লোভে নিজেদের মেয়ে জামাইকে বলি দেওয়ার অভিযোগে আগরতলার উদয়পুরের এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

নরহত্যার হুমকির অভিযোগ এনে মা-বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ে শতাব্দী দেব রায়।

উদয়পুরের পালাটানা এলাকার শতাব্দীর অভিযোগ তার মা-বাবা গুপ্তধনের লোভে স্বামীকে বলি দেওয়ার ষড়যন্ত্র করছেন।

শতাব্দী জানান, গত বছর আশিস দে’র সঙ্গে বিয়ে হয় তার। স্বামী আশিস পেশায় সরকারি স্কুল শিক্ষক।

শতাব্দী অভিযোগ করে বলেন, গত বছর দুর্গা পূজার সময় বেড়াতে গেলে তার স্বামীকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেন বাবা তুলসি দেব রায় এবং মা শিপ্রা দেব রায়।

শতাব্দী আরও জানান, বাড়ির কাছে বাঁশ বাগানে তিনটি গুপ্তধনের কলসি লুকানো রয়েছে। ওই তিনটি কলসি পেতে হলে মেয়ের জামাইয়ের বলি দিতে হবে। স্বপ্নে এমন নির্দেশনা পেয়ে তার স্বামী আশিসকে হত্যার চেষ্টা চালায় মা-বাবা।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন