এই যুগে প্রেম এখন অনেকটাই খোলামেলা। সেই ধারায় এবার টেলিভিশনের পর্দায় রিয়েলিটি শো’তেও আসতে যাচ্ছে আধুনিক প্রেমিক জুটি। সেই শো’তে শারীরিক সম্পর্কও হবে টেলিভিশনের পর্দায়, দেখবে লাখো দর্শক।

সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ৪’ প্রেমিক জুটিদের নিয়ে একটি রিয়েলিটি শো’র পরিচালনার পরিকল্পনা করেন। এজন্যে তারা আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার অনুরোধ করেন।

আধুনিক এসব প্রেমিক-প্রেমিকার দল সরাসরি পর্দার সামনে শারীরিক সম্পর্ক গড়বেন। এমনকি শারীরিক সম্পর্কের পরে তাদের অনুভূতিও শেয়ার করবেন দর্শকের সঙ্গে।প্রেমিক জুটিদের নিয়ে নির্মিত এ অনুষ্ঠানের নাম দিয়েছেন ‘সেক্স বক্স’।

চ্যানেল ৪- অংশগ্রহনকারীদের জন্যে সাউন্ড প্রুফ কক্ষের ব্যবস্থা করেছে। সেখানে এক অস্বচ্ছ, অনেকটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে প্রেমিকযুগলদের থাকতে হবে। শারীরিক সম্পর্কের পরে প্রত্যেকের অনুভূতি যৌন সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে শেয়ার করবেন তারা।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন