যশোর ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির অনিয়ম প্রসঙ্গে হাইকোর্টে রুল জারি হয়েছে। প্রচলিত আইনের পরিপন্থী শিক্ষক নিয়োগ, সঠিকভাবে ক্যান্টনমেন্ট একাউন্ট কোড ও ক্যান্টনমেন্ট সারভেন্টস রুলস না মেনে চলার কারনে হাইকোর্টে রিট পিটিশনের পরিপেক্ষিতে এ রুল জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যশোর ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির অনিয়মের ব্যাপারে কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ, জনাব মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে হাইকোর্টের বিভাগে একটি রীট পিটিশন করে। যার পিটিশন নং ৯৭৬৭/২০১৩। ওই রিটের পেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈতবেঞ্চ বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদ শুনানী শেষে মামলার বিবাদী যশোর ক্যান্টনমেন্ট কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষসহ মোট ১০ জনের উপর এ ব্যাপারে ১ অক্টবরের গভনিং বডির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেন। রীট পিটিশনে শিক্ষকদের পক্ষে শুনানী করেন ব্যারিষ্টার শেখ আবু মুসা মোহাম্মাদ আরিফ। তাকে সহায়তা করে মোঃ রফিকুল ইসলাম (পলাশ) এবং কাজী জাকারিয়া।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন