পানি থেকে যখন কোনো নায়িকা ওঠেন, তখন এমনিতেই দর্শকদের বিশেষ দৃষ্টি ও উত্কণ্ঠা থাকে। আর এটা যদি হয় বলিউডি কোনো নায়িকার বেলায়, তাহলে এই দৃশ্যের জন্যই হয়তো পুরো সিনেমা দেখতে বসেন অনেকে। কেননা, 'ধুম' ছবিতে এশা দেওল, 'তাশান' ছবিতে কারিনা কাপুর, 'মাদরুকি বিজলিকা মান্ডোলা' ছবিতে আনুশকাসহ বলিউডের প্রায় বেশিরভাগ নায়িকাই দেখিয়েছেন এই ভেজা দৃশ্য। এবার দেখালেন সোনক্ষিও। কিন্তু হতাশ হলেন সবাই। পানি থেকে সোনাক্ষি উঠলেন একটি শাড়ি পড়ে! এবার কোনো খোলামেলা পোশাকে দেখা গেল না নায়িকাকে। সম্প্রতি 'আর... রাজকুমার' চলচ্চিত্রের ট্রেইলর প্রকাশ হয়। আর এই ট্রেইলর দেখে হতাশ অনেকে। টুইটার, ফেসবুকসহ বিভিন্ন ব্লগে ভক্তরা হতাশার কথাও ব্যক্ত করেছেন। উল্লেখ্য, এক সাক্ষাত্কারে সোনাক্ষি বলেন, 'আমি কখনোই চলচ্চিত্রের জন্য বিকিনি পরব না। খোলামেলা পোশাকের প্রতি আমার কোনো দুর্বলতা নেই।'
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন