এ বছরের অন্যতম আলোচিত ছবি 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর সনদপত্র পেয়েছে। সেই হিসেবে এবারের ঈদে কমার্শিয়াল ধারার ছবিতে নাম লেখাচ্ছেন জয়া। এর আগে বেশ ক'টি ছবিতে অভিনয় করলেও সেগুলো ছিল মূলত ক্লাসিক ঘরানার। সাফিউদ্দিন সাফি পরিচালিত বাণিজ্যিক ধারার এ ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন জয়া। এর আগে টিভি পর্দার শখ , রুমানা, প্রাচী ও মীম অভিনয় করেছেন বাণিজ্যিক ধারা চলচ্চিত্রে। এর ভেতরে কারোরই সুপার ডুপার হিট গড়ার রেকর্ড নেই। এখন দেখা যাক ছোট পর্দা থেকে এসে জয়া এই রেকর্ড ভাঙেন কি না। রুম্মান রশীদ খানের চিত্রনাট্য অবলম্বনে এ ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, আনোয়ারা, সোহেল রানা, ববিতা, সুব্রত, দিতি, শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ, মিমো এবং সাজু খাদেম। ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। এ ছবির গান লিখেছেন কবির বকুল। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মোট ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, দিনাত জাহান মুন্নী, চন্দন সিনহা, ন্যান্সি, মুহিন, সোনিয়া, কিশোর, রন্টি দাশ, তাসিফ, পুলক এবং শাকিব খান।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন