রাজধানীর মোহাম্মদপুরে ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী এনামুল হককে (১৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মোহাম্মদপুরের নুরজাহান রোডে এই ঘটনা ঘটে। সকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার এসআই মাসুদুর রহমান জানান, রাতে ওই বুথে এনামুল হক ও এরশাদুল হক নামে দুই নিরাপত্তা প্রহরী দায়িত্বে ছিলেন। আজ ভোরে বুথের ভেতরেই এরশাদুলকেই ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। বুথের সামনেই পড়েছিল এনামুলের ক্ষত-বিক্ষত লাশ। তবে বুথ থেকে কোনো টাকা লুটের ঘটনা ঘটেনি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন