যশোরের চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যা মামলার অন্যতম আসামি আমিরুলকে (৪৫) গ্রেপ্তার করেছে যশোর গোয়েন্দা পুলিশ।

শনিবার ভোরে বেনাপোলের কাগজপুকুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম আলী সরদার জানান, যশোর ডিবি পুলিশ শনিবার ভোরে কাগজপুকুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিরুল পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করে পুলিশ। এতে আমিরুল মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

যশোরের পুলিশ সুপার (এসপি) জয়দেব ভদ্র জানান, অস্ত্রসহ আসামি আমিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আমিরুল যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমিরুল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন