ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সুগারমিল সংলগ্ন ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুস সোবহানের অবস্থা আশংকাজনক। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টার দিকে শাপলা পরিবহনের একটি বাস কালীগঞ্জ থেকে
যশোর যাবার পথে অপরদিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত গ্রামবাংলা অটো টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস এবং টেম্পু রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে। এ সময় গ্রামবাংলার ড্রাইভার সেলিম (২৫), বাসযাত্রী আশরাফুল (২৬) ও আব্দুস সোবহান (৫০) আহত হয়।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আব্দুস সোবহানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন