বৃহস্পতিবার রাতে যশোর বড় বাজারস্থ নিষিদ্ধ পল্লী সংলগ্ন মাড়–য়াড়ী মন্দিরের সামনে সন্ত্রাসীদের হাতে যশোর সদর পুলিশ ফাঁড়ীর কনস্টেবল আলমগীর হোসেন ছুরিকাঘাত হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্ত্রাসী নাসির আহম্মেদ নামে এক সন্ত্রাসীকে ধারালো চাকুসহ আটক করেছে। পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ীতে কর্মরত কনস্টেবল নং ১২৬৪ আলমগীর হোসেনসহ কয়েকজন কনস্টেবল গত বৃহস্পতিবার রাতে বড় বাজার এলাকায় আইন শৃংখলা ডিউটি কর্মরত থাকা অবস্থায় জানতে পারেন কিছু সন্ত্রাসী বড় বাজার নিষিদ্ধ পল্লী সংলগ্ন মাড়–য়াড়ী মন্দিরের সামনে অপরাধ মূলক কর্মকান্ড ঘটানোর জন্য সমবেত হয়েছে। উক্ত খবর পেয়ে আলমগীর হোসেনসহ অন্যান্য কনস্টেবল পৌছালে সন্ত্রাসী শহরের পুলিশ লাইন টালী খোলার গোলাম সরোয়ারের পুত্র নাসির আহম্মেদসহ সহযোগী একই এলাকার সামছ্দ্দুীনের পুত্র রাজ্জাক, উজ্জল, জিহাদ, কবির পুলিশের সরকারী কাজে বাধা দেয়ার এক পর্যায় নাসির ধারালো চাকু বের করে আলমগীরের বুক লক্ষ্য করে স্টেপ করলে আলমগীর সরে গেলে উক্ত চাকু মাজার পিছনে বাম পাশে লেগে জখম হয়। এ সময় অন্যান্য সহযোগীরা দ্রুত পালিয়ে গেলেও নাসির আহম্মেদকে ধারালো চাকুসহ ধরে ফেলে। এ ব্যাপারে সদর পুলিশ ফাঁড়ীর টিএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করে।
Related Posts Plugin for WordPress, Blogger...
আরো সংবাদ পড়ুন